ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবারও হাসপাতালে ফুটবল কিংবদন্তি পেলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ৯ ডিসেম্বর ২০২১  

পেলে

পেলে

বৃহদান্ত্রের টিউমারের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবল কিংবদন্তি পেলে। কিংবদন্তি এই ফুটবলারের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানানো হয়েছে।

চিকিৎসার জন্য সাও পাওলোর একটি হাসপাতালে ফের ভর্তি করা হয়েছে কিংবদন্তী এই ফুটবলকে।

চিকিৎসকরা জানিয়েছে, ৮১ বছর বছর বয়সী পেলের অবস্থা স্থিতিশীল আছে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে।

সেপ্টেম্বরে কোলন টিউমার অপসারণে অস্ত্রোপচার হয় তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলারের। হাসপাতাল থেকে তখন বলা হয়েছিল, তাকে কেমোথেরাপিও নিতে হবে।

সাম্প্রতিক বছরগুলোতে পেলের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। ২০১৫ সালে তার প্রোস্টেট সার্জারি হয়েছিল। ২০১৯ সালেও একবার উইরিন ইনফেকশন হয় তার।

পেলে ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৯২ ম্যাচে ৭৭ গোল করেন তিনি। এ ছাড়া তিনি ইতিহাসের চার ফুটবলারের একজন, যাদের চারটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির আছে।

সর্বশেষ
জনপ্রিয়