ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩২ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ১৬ আগস্ট ২০২২  

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩২ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩২ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ আছেন শতাধিক লোক।

রোববার (১৪ আগস্ট) রাত থেকে প্রবল বর্ষণ শুরু হওয়ার পর সোমবার সকালে পারওয়ানের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। তাতেই এ পরিমাণ মানুষ হতাহত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

ব্যাপকসংখ্যক হতাহতের পাশাপাশি বন্যায় পারওয়ানের তিনটি জেলায় কয়েক ডজন ঘর ভেসে গেছে। উঁচু উঁচু পর্বতে ঘেরা পারওয়ান প্রদেশে অবশ্য বছরের এই সময়ে তুমুল বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রায়ই ঘটে থাকে।

আফগানিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সামনের দিনগুলোতে আফগানিস্তানে ৩৪টি প্রদেশের বেশিরভাগ এলাকায় আরো এমন তুমুল বর্ষণের আশঙ্কা রয়েছে।

গত জুলাই মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ৪০ জনের মৃত্যু হয়েছিল। তার আগের মাসে এই জনিত কারণে প্রানহানীর সংখ্যা ছিল ১৯ জন।

সর্বশেষ
জনপ্রিয়