ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

আগামী ৫ অক্টোবর বাজারে আসছে উইন্ডোজ ১১

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৫ সালের জুলাই-এ উইন্ডোজ ১০ উন্মোচন করে অপারেটিং সিস্টেমটির মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। চলতি বছরে এসে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

আগামী মাসেই বাজারে আসছে উইন্ডোজ ১১। নতুন অপারেটিং সিস্টেমসহ কম্পিউটার বাজারে আসা শুরু করবে ৫ অক্টোবর। একই সঙ্গে আসবে উইন্ডোজ ১০ থেকে বিনা মূল্যে হালনাগাদের সুযোগ।

তবে তার আগেই যদি আপনি এই আপডেট পেতে চান, তাহলে নিচে উল্লেখিত পদক্ষেপ অনুসরণ করুন-

* উইন্ডোজ সেটিংস অ্যাপে গিয়ে Win + I বোতাম চাপুন।

* প্রাইভেসিতে ক্লিক করুন। এরপর ডায়াগনস্টিক অ্যান্ড ফিডব্যাক থেকে Optional diagnostic data - অপশনটি বেছে নিন।

* এরপর আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনটি বেছে নিন উইন্ডোস সেটিংস থেকে এবং এরপর 'Windows Insider Progra'-এ ক্লিক করুন।

* মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করুন। যদি আপনার আগের থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে তাতে লগ ইন করুন।

* এরপর ইনসাইডার সেটিংস অপশনটি বেছে নিন। 'বেটা চ্যানেল' ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ 'ডেভ' চ্যানেলটি অস্থিতিশীল বলে বিবেচিত হয়।

* এরপর শেষ পর্যন্ত নিজের কম্পিউটারটি রিস্টার্ট করে দেখুন উইন্ডোজ ১১ ডাউনলোড করতে পারছেন কি-না।

সর্বশেষ
জনপ্রিয়