ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

অলিম্পিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ২৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অলিম্পিকের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। ২০১৬ সালে ঘরের মাঠে হওয়া রিও অলিম্পিকের ফাইনালে নেইমারের নেয়া শেষ শটে জার্মানির বিপক্ষে টাইব্রেকার জিতে স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল।

সেই জার্মানিকেই ৪-২ গোলে হারিয়ে এবারের টোকিও অলিম্পিকের যাত্রা শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। আজ বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে সেলেসাওরা।

এই ম্যাচে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেননি ব্রাজিল কোচ আন্দ্রে জার্ডিন। আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই দল সাজিয়েছেন তিনি।

ব্রাজিলের শুরুর একাদশ: সান্তোস, দানি আলভেস, নিনো, ডিয়েগো কার্লোস, গুইলেরমে আরানা, ডগলাস লুইজ, ব্রুনো গুইমারেস, ক্লাউদিনহো, অ্যান্টোনি, ম্যাথিউস কুনহা ও রিচার্লিসন।

আইভরি কোস্টের শুরুর একাদশ: উইলফ্রেড সিনগো, এরিক বেইলি, কৌয়াদিও দাবিলা, ইসমায়েল দিয়ালো, এবু কৌয়াসি, আমাদ দিয়ালো, ফ্রাংক কেসে, ম্যাক্স গ্রাদেল এবং ক্রিশ্চিয়ান কৌয়ামি।

সর্বশেষ
জনপ্রিয়