ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অপারেশন সুন্দরবন: টিজারের সঙ্গে পাওয়া গেল গানও

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১  

অনুষ্ঠানে শিল্পীদের একাংশ

অনুষ্ঠানে শিল্পীদের একাংশ

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ২৩ ফেব্রুয়ারি উন্মোচিত হলো আলোচিত চলচ্চিত্র ‌‘অপারেশন সুন্দরবন’ -এর ওয়েবসাইট ও টিজার। তারকাদের ঝলমলে উপস্থিতির পাশাপাশি অনুষ্ঠানে সরাসরি পরিবেশন করা হয় সিনেমার দুটি গান। এতে অংশ নেন চিত্রনায়ক জিয়াউল রোশান। 

এর আগে ছবিটির অফিশিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আর্মি গলফ ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন তিনি।

সেখানে বেনজীর আহমেদ বলেন, ‘এখন যেমন পৃথিবীর বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে শান্ত ও নিবিড়ভাবে পাওয়া যায়, সেটা তেমন ছিল না। এখনকার প্রজন্ম বা কয়েক দশক পরের প্রজন্ম হয়তো ভাবতে পারেন, সুন্দরবন এমনই। আমাদের দেশের মানুষ বিস্মৃতিপ্রবণ। আমাদের ফোর্স ও অফিসাররা যে দুর্বিষহ কষ্টে জলদস্যু মুক্ত ও নিরাপদ করেছে, একসময় মানুষ হয়তো ভুলে যাবে। সেই ভাবনা থেকেই ছবিটি তৈরি।’

নির্মাণ প্রসঙ্গে তিনি আরও যোগ করে বলেন, ‘চলচ্চিত্রটির দৃশ্যধারণে বেশি বাজেট লাগেনি। তবে এতে যে লজিস্টিক সাপোর্ট, উপকরণ, অস্ত্র, সুবিধা ব্যবহৃত হয়েছে এগুলো যদি টাকায় ভাড়া করতে হতো তাহলে এটা করতে ৩০-৪০ কোটি লাগত। সেটা লাগেনি। আমরা খুব অল্প বাজেটে কাজ শেষ করেছি।’

আজকের অনুষ্ঠানের প্রথমভাগে ছিল অতিথিদের বক্তব্য, টিজার ও ওয়েবসাইটের উদ্বোধন। দ্বিতীয়ভাগে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছবির ‘প্রেমের চাদরে’ ও ‘চাই ঘূর্ণিঝড়ে’ শিরোনামের দুটি গানে নাচ পরিবেশন করেন রোশান ও সহ নৃত্যশিল্পীরা। ছিল ব্যান্ড সোলস ও শিল্পী প্রিয়াঙ্কার পরিবেশনাও।

আয়োজনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক দীপংকর দীপন, অভিনয়শিল্পী রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, রোশান, তারিন জাহানসহ অনেকে।

পরিচালক দীপংকর দীপন জানান, চলচ্চিত্র সম্পর্কে সব তথ্য দিয়ে সাজানো হয়েছে ‘অপারেশন সুন্দরবন’-এর ওয়েবসাইট। টিজার ছাড়াও এতে বেশ কিছু ভিডিও থাকবে। ওয়েবসাইটির ঠিকানা- https://operationsundarban.com/ ।

সর্বশেষ
জনপ্রিয়