ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অনুমোদনবিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে জরিমানা ৩৮ লাখ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ৬ জুলাই ২০২২  

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনবিহীনভাবে বহুতল ভবন নির্মাণের দায়ে চার মালিককে ৩৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, পৌর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ছয়তলার বেশি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীপাড়া, মুন্সেফপাড়া, পূর্ব পাইকপাড়ায় ও হালদারপাড়ায় চারটি ভবনের মালিককে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এরমধ্যে মুন্সেফপাড়া,পূর্ব-পাইকপাড়ায়, হালদারপাড়ার ইমারত মালিককে ১০ লাখ টাকা করে ৩০ লাখ ও মৌলভীপাড়ার ইমারত মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিয়েছেন মালিকরা। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, সদর থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়