ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অনিশ্চয়তার দোলাচালে রওনকের দুই ছবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ৬ মে ২০২০  

ছোটপর্দার বড় অভিনেতা রওনক হাসান। দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করলেও কখনো সিনেমায় দেখা মেলেনি এ অভিনেতার। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে এবার প্রথমবারের মতো দুটি নতুন ছবিতে অভিনয়ের সুযোগ পান রওনক হাসান। ছবি দুটি নিয়ে বেশ উচ্চাশা ছিল তার। কিন্তু করোনাভাইরাসের কারণে তার সেই স্বপ্নে অনিশ্চয়তার দোলাচাল। 

দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ এবং শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এ অভিনেতা। এর মধ্যে  অপারেশন সুন্দরবন ছবিটির শুটিং প্রায় শেষের পথে। এতে রওনক একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। 

অন্যদিকে বঙ্গবন্ধুর বায়োপিকে ‘শেখ কামাল’ চরিত্রের জন্য মনোনীত হন। কিন্তু এ ছবিটির কাজ কখন শুরু হবে সেটা এখনো জানা যায়নি। 

এ প্রসঙ্গে রওনক হাসান বলেন, ছবি দুটি নিয়ে আমি বেশ আশাবাদী ছিলাম। বিশেষ করে বঙ্গবন্ধুর বায়োপিকের চরিত্রটি আমার অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটির পরিচালকও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তাই আমিও এতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজে আনন্দিত। কিন্তু করোনার কারণে ছবির কাজ গুলো আপাতত অনিশ্চিত। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও জানি না।

এদিকে, আরে একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিলো রওনক হাসানের। এছাড়া ঈদের নাটকে কাজ করার কথা ছিলো। কিন্তু করোনার কারণে সব থমকে আছে।

সর্বশেষ
জনপ্রিয়