ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ১৮ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ।

জানা যায়, পরিবেশমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন স্বল্পতার খবর শুনেন। অক্সিজেন স্বল্পতায় খবর শুনে তিনি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন এবং আগামীতে প্রয়োজনে আরো অক্সিজেন সিলিন্ডার প্রদানের আশ্বাস দেন।

এ সময় জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবিমল চন্দ সহ মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়