করিমগঞ্জে দুটি তক্ষকসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:২১ এএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

আটককৃত মতিউর রহমান

আটককৃত মতিউর রহমান

কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে ১০ লাখ টাকা মূল্যমানের দুটি তক্ষকসহ মতিউর রহমান (৩৬) নামে এক পাচারকারী আটক হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া পাচারকারী মতিউর রহমান উজান ভরাটিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রয় করে আসছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এপ্রেক্ষিতে সোমবার (১১ জানুয়ারি) বেলা ১টার দিকে র‌্যাব উজান ভরাটিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে দুটি তক্ষক ও নগদ ২১ হাজার টাকাসহ পাচারকারী মতিউর রহমানকে আটক করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে তক্ষক সংগ্রহ করে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে। রাঙ্গামাটি থেকে প্রতিটি তক্ষক ২০ হাজার টাকায় কিনে পাঁচ লাখ টাকা করে বিক্রি করে।

এর অংশ হিসেবেই সে দুটি তক্ষক ৪০ হাজার টাকায় কিনেছিল।

এ ঘটনায় পাচারকারী মতিউর রহমানের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।