জামায়াতের প্রসঙ্গ তোলায় ক্ষিপ্ত ফখরুল, বেরিয়ে এলো থলের বিড়াল

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপির সঙ্গে বৈঠক করেছে ১২ দলীয় জোটের শীর্ষনেতারা। বৈঠকে ১২ দলীয় জোটের শরিক একটি দলের নেতা জামায়াত প্রসঙ্গ তোলায় ব্যাপক ধমকের মুখে পড়েন। বিব্রতকর সেই পরিস্থিতিতে মুখ ফসকে জামায়াত নিয়ে বিএনপির পরিকল্পনার কথা বলে দেন। যা শুনে ‘আকাশ থেকে পড়েন’ ১২ দলীয় জোটের নেতারা।

গতকাল রবিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ ঘটনা ঘটে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এই ঘঠনার সতত্যা নিশ্চিত করেন।

বৈঠকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান মির্জা ফখরুলকে প্রশ্ন করেন, ‘জামায়াত যুগপৎ আন্দোলনে দৃশ্যমান নেই কেন, বিএনপির সঙ্গে জামায়াতের যোগাযোগ আছে কিনা? তার এই প্রশ্নের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। হতবাক হয়ে তাকিয়ে থাকেন মির্জা ফখরুল।

ইরানকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘আছে কী নেই, সেটা তোমাকে কেন জানাতে হবে। বিএনপির সাথে জোটে আছো বলে যে কোনো প্রশ্ন করতে পারো না। জামায়াতের রাজনীতি আর তোমাদের রাজনীতির মধ্যে অনেক পার্থক্য।’

এরমধ্যেই উত্তেজিত মির্জা ফখরুল ধমক দিয়ে বলেন, ‘আজকের পর থেকে জামায়াত নিয়ে কোনো প্রশ্ন করবেন না আপনারা। বিএনপি খুব ভালো করেই জানে জামায়াতকে কখন কাজে লাগাতে হবে। সবকিছু সেট করা আছে। এরচেয়ে বেশি কিছু বলতে চাই না।’

এদিকে এ বিষয়ে জানতে চাইলে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপির সঙ্গে বৈঠক অন্যান্য দিনের মতো ভালো হয়েছে। জামায়াত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে জামায়াতের সাথে বিএনপির যোগাযোগ রয়েছে এবং জামায়াতকে নিয়ে তাদের পরিকল্পনাও সেট করা।

সূত্র বলছে, নির্বাচনের আগে সহিংস নাশকতার জন্য জামায়াতকে তৈরি করছে বিএনপি। তাই প্রকাশ্য রাজনীতি থেকে দূরে সরিয়ে বিচ্ছেদের নাটক করছে বিএনপি।

আর বিএনপির মিত্ররাই বলছেন, বিএনপি-জামায়াতের সম্পর্ক মাছ ও পানির মতো। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি জামায়াত ছাড়া বিএনপি বাঁচতে পারবে না।