দ্বিতীয় ওয়ানডেতে দুই দলে আজ যারা খেলছেন

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার | আপডেট: ১২:১৬ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

দ্বিতীয় ওয়ানডেতে দুই দলে আজ যারা খেলছেন

দ্বিতীয় ওয়ানডেতে দুই দলে আজ যারা খেলছেন

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে টাইগাররা। শেরে-ই বাংলা মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে দু’দলই জয়ের লক্ষে তাদের সেরা একাদশ নিয়েই মাঠের লড়াইয়ে নামছে।

আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। স্পিন উইকেটের সুবিধা নিতে হাসান মাহমুদের বদলে দলে ঢুকেছেন নাসুম আহমেদ। অপর দিকে দুইটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে ভারত।

এই ম্যাচে নামার আগে বেশ চাঙ্গা রয়েছে বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে হারের পর অবশ্য কিছুটা ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান অবশ্য আশাবাদী এ ম্যাচে দল ঘুরে দাঁড়াবে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ধাওয়ান বলেন, ‘এটা নতুন শুরু। আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক আছি এ ব্যাপারে। ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা। আশা করি আমরা ভালো কিছু করে দেখাবো।’

অন্যদিকে, প্রথম ওয়ানডেতে ইনজুরির কারণে দলে ছিলেন না তাসকিন আহমেদ। তবে স্বস্তির কথা হচ্ছে, পিঠের ব্যথা থেকে মুক্তি পেয়ে অনুশীলনে ফিরেছেন এই পেসার। তবে টিম ম্যানেজমেন্ট এখনই তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। 

সে হিসেবে প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। সুতরাং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজও লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। বাদ বাকি সবাইও থাকছেন যার যার দায়িত্বে।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের নবম উইকেটে অনবদ্য ৫১ রানের জুটিতে ভর করে ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

যে একাদশ নিয়ে নামছেন দু’দল

বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন

ভারত 

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও ওমরান মালিক