“ঘৃণা হলো একটা দীর্ঘ, অন্ধকার ছায়ার মতো
নিউজ ডেস্ক
নতুনের সাথে আমরা
প্রকাশিত : ০১:০৪ পিএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

“ঘৃণা হলো একটা দীর্ঘ, অন্ধকার ছায়ার মতো
“ঘৃণা হলো একটা দীর্ঘ, অন্ধকার ছায়ার মতো। বেশিরভাগ ক্ষেত্রেই এটা যে মানুষের ওপরে পতিত হয়, সে নিজেও জানে না এর উৎস কোথায়? এটা দুইদিকে ধারালো তরবারির মতো। এটা দিয়ে যখন তুমি অন্য মানুষকে কাটো, তখন সেটা তোমাকেও কাটে। যত বেশি হিংস্রতা দিয়ে তুমি অন্যকে আহত করবে, তত বেশি হিংস্রতা দিয়ে তুমি নিজেকেও আঘাত করবে। প্রায় ক্ষেত্রেই এটা প্রাণঘাতীও হয়ে থাকে। কিন্তু এটাকে ত্যাগ করা সহজ নয়।
এটা আসলেই খুব বিপদজনক। একবার এটা যখন তোমার হৃদয়ের ভেতরে শিকড় গেড়ে ফেলে, তখন একে উৎপাটন করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ।”