দেশে এখন ব্রেইন ড্রেইন নয়; গেইন হচ্ছে: আইসিটি প্রতিমন্ত্রী

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

দেশে এখন ব্রেইন ড্রেইন নয়; গেইন হচ্ছে: আইসিটি প্রতিমন্ত্রী

দেশে এখন ব্রেইন ড্রেইন নয়; গেইন হচ্ছে: আইসিটি প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট ভোগ করছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই সুবিধাকে কাজে লাগাতে নতুন প্রজন্মকে  কোডিং এবং প্রোগ্রামিং শিখানোর উপর গুরুত্ব দেয়া হয়েছে।

শুক্রবার ঢাকায় স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ (এসআর বিডি) কোডিং কনটেস্ট ২০২২ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর দেশ থেকে ৫০ হাজার আইটি ও আইটিইএস প্রকৌশলী বের হচ্ছেন। কিন্তু ১২-১৫ বছর আগে আমরা মেধা পাচারের কথা শুনতাম। কিন্তু আজ স্যামসাং আর অ্যান্ড ডি সেন্টারে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলতে পারি, আজ এখানে যারা কাজ করছেন তাদের অনেকেই বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিয়ে দেশে ফিরছে। সরকারের বিভিন্ন সময়োপযোগী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ফলে এখন দেশে ব্রেইন ড্রেইন নয়; গেইন হচ্ছে। এর মাধ্যমেই দেশ ট্যালেন্টেড বাংলাদেশে পরিণত হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল থেকে স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনাতেই ২০১৬ সাল থেকে শুরু করে আজ ডিজিটাল রূপান্তরের রূপকল্প অর্জন করেছে বাংলাদেশ।  এটা সিএসই পড়ুয়াদের জন্য গর্বের। কেননা আমরা আজ সিএসই গ্রাজ্যুয়েটদের নেতৃত্বে চলছি। এই প্রকৌশলীদের হাতেই এসেছে সফলতা। একারণেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরকার সুরক্ষা, ই-নথি’র মতো একের পর এক নতুন নতুন সল্যুশন নিয়ে এসেছে জনগলের হাতের মুঠোয়।

‘ই-নথির গুণে এখন পুরো অফিস আমার হাতের মুঠোয়’ উল্লেখ করে এখন ‘যেখানেই থাকি না কেন অফিসের কাজ জমে থাকে না’ বলে জানান পলক।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন স্যামাসাং বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক উন কু।

স্যামসাং রিসার্চ বাংলাদেশের কোড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ সাব্বির রহমান। প্রথম রানার আপ - অয়ন শাহরিয়ার এবং দ্বিতীয় রানার আপ- ইফতেখার হাকিম কাওসার। এছাড়াও প্রতিযোগিতায় শীর্ষ ১০ এ রয়েছেন যথাক্রমে মোঃ মেহরাব হোসেন অপি, ফাহিম শাহরিয়ার শাকখোর, শরীফ মিনহাজুল ইসলাম, সপ্তম - আশরাফুল হক তানি, তাশরীফ আহমদ, ফাহিম তাজওয়ার সৈকত এবং নাঈমুল ইসলাম সোয়াদ।

অনুষ্ঠানে বিজয়ীদের জন্য ঘোষিত পুরস্কারের বাইরেও প্রত্যেককেই একটি করে একাদশ প্রজন্মের কোর আই সেভেন মেডইন বাংলাদেশ ল্যাপটপ উপহার দেয়ার ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী।