কিশোরগঞ্জের ভৈরবে থানা পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভৈরবে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও দুই বোতল ফেন্সিডিলসহ মানিক মিয়া, তানিসা আক্তার সুলতানা ও রাব্বি মিয়া নামের তিনজনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।
ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়া ও তানিসা আক্তার সুলতানাকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এছাড়া গতকাল বিকাল ৪টায় একই স্থানে পৃথক আরেকটি অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ রাব্বি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মানিক মিয়া ও তানিসা আক্তার সুলতানার বাড়ি নোয়াখালির সোনামুড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে। অপরদিকে রাব্বি মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিয়াতা গ্রামের বাসিন্দা।
ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা (পিপিএম) এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়। এ সময় পৃথক অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মানিক মিয়া ও তানিসা আক্তার সুলতানাকে এবং দুই বোতল ফেনসিডিলসহ রাব্বি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।