ইতিহাসের আজকের দিনে (২৭ ফেব্রুয়ারি)

ফিচার ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:১৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২২, রবিবার, ১৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৩। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৮ তম দিন। বছর শেষ হতে আরো ৩০৭ (অধিবর্ষে ৩০৮) দিন বাকি রয়েছে।  

আজকের দিনটি সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৫০৯ - ব্রাজিলের ওপর পর্তূগালের দীর্ঘমেয়াদী কর্তৃত্ব শুরু হয়।
১৫৫৭ - লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে।
১৫৯৪ - চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭০১ - পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয়।
১৮০৩ - ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
১৮৪৪ - ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।
১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।
১৮৬৫ - মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৭৪ - ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।
১৯০০ - ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৩ - কমিউনিস্ট ষড়যন্ত্রের অজুহাতে জার্মান নাৎসিরা রাইখস্টাগে অগ্নিসংযোগ করে।
১৯৩৯ - ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়।
১৯৪২ - জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে।
১৯৬৭ - মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৩ - বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।
১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।
১৯৯১ - বাংলাদেশে পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু।
২০০২ - ভারতের গুজরাটে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী ট্রেনে ইসলামিক উগ্রবাদীরা অগ্নিসংযোগ করে। এতে দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত হয়।
২০০৪ - ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
০২৭২ - রোমান সম্রাট মহান কন্সট্যান্টাইন জন্মগ্রহণ করেন ।
১৮০৭ - আমেরিকান কবি ও শিক্ষাবিদ হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো জন্মগ্রহণ করেন।
১৮৩২ - সাংবাদিক আলফ্রেড পোলার্ড এডওয়ার্ড জন্মগ্রহণ করেন।
১৮৪৬ - জার্মান ইতিহাসবিদ ও রাজনীতিবিদ ফ্রানয এর্দমান মেহরিং জন্মগ্রহণ করেন।
১৮৮১ - লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ।
১৯০২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক জন স্টাইন্‌বেক্‌ জন্মগ্রহণ করেন।
১৯১২ - ভারত বংশোদ্ভূত ফরাসি লেখক, কবি ও নাট্যকার লরেন্স ডুরেল জন্মগ্রহণ করেন।
১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান নিউরোবায়োলজি ডেভিড হান্টার হুবেল জন্মগ্রহণ করেন।
১৯২৯ - ব্রাজিলিয়ান ফুটবলার দালমা পেরেইরা দিয়াস দস সান্তোস জন্মগ্রহণ করেন ।
১৯৪০ - ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পী।
১৯৪২ - পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ রবার্ট হাওয়ার্ড গ্রাবস জন্মগ্রহণ করেন।
১৯৫৩ - বংশোদ্ভূত বতসোয়ানা লেফটেন্যান্ট, রাজনীতি ও ৪র্থ প্রেসিডেন্ট ইয়ান খামা জন্মগ্রহণ করেন।
১৯৫৭ - ইংরেজ অভিনেতা টিমোথি স্পাল জন্মগ্রহণ করেন।
১৯৭৮ - জর্জিয়ান ফুটবলার কাখা কালাডযে জন্মগ্রহণ করেন।
১৯৮১ - আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা জশ গ্রবান জন্মগ্রহণ করেন।
১৯৮৫ - রাশিয়া ফুটবলার ডিনিয়ার বিলইয়ালেটডিনভ জন্মগ্রহণ করেন।

ইতিহাসের এই দিনে যারা মৃত্যুবরণ করেন
১৬৫৯ - হার্ভার্ড কলেজের প্রথম সভাপতি হেনরি ডানস্টের মৃত্যুবরণ করেন।
১৭৭৬ - স্কট চিত্রশিল্পী জর্জ ম্যামসন মৃত্যুবরণ করেন।
১৮৩৪ - প্রাবন্ধিক সমালোচক ও কবি চার্লস ল্যাম্প মৃত্যুবরণ করেন।
১৮৮৭ - রাশিয়ান সুরকার ও রসায়নবিদ আলেকজান্ডার বরডিন মৃত্যুবরণ করেন।
১৯৩১ - চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী। 
১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান শারীরবিজ্ঞানী ইভান পেত্রোভিচ পাভলভ মৃত্যুবরণ করেন।
১৯৪০ - জার্মান স্থপতি পিটার বারনেস মৃত্যুবরণ করেন।
১৯৫৬ - গনেশ বাসুদেব মাভালঙ্কার ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও লোকসভার প্রথম স্পিকার তথা অধ্যক্ষ। 
১৯৬৫ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। 
১৯৭৭ - আমেরিকান লেখক জন ডিকসন কার মৃত্যুবরণ করেন।
১৯৮৯
শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।
নোবেল বিজয়ী অস্ট্রিয়ান প্রাণিবিজ্ঞানী কনরাড লরেঞ্জের মৃত্যুবরণ করেন।
১৯৯৩ - লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা। 
১৯৯৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বিজ্ঞানী জর্জ হার্বার্ট হিচিংস মৃত্যুবরণ করেন।
২০০২ - আইরিশ কৌতুকাভিনেতা, অভিনেতা ও লেখক স্পাইক মিলিগান মৃত্যুবরণ করেন।
২০১১ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী। 
২০১২ : শৈলেন মান্না ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড়। 
২০১৩ - জার্মান বংশোদ্ভূত ফরাসি কূটনীতিক ও লেখক স্টেফানে হেসেল মৃত্যুবরণ করেন।
২০১৫ - রাশিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম উপ-প্রধানমন্ত্রী বরিস নেমটসভ মৃত্যুবরণ করেন।