কিশোরগঞ্জের নিকলীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন ডিসি

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:৪৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া, কারপাশা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ২৬ টি ঘর নির্মাণের অগ্রগতি দেখতে গত ১৭ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় পরিদর্শনে আসেন, এ সময় নানশ্রী গ্রামে ফুলেল তোরা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাও উপজেলা চেয়ারম্যান কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শামীম আলমকে বরন করেন।

পরিদর্শন করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জন মানুষের নেতা জনাব এ,এম,রুহুল কুদ্দুস ভুঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু হাসান, এল,জিডির কর্মকর্তাও অন্যান্য ইঞ্জিনিয়ার গন, কাজের মান নিয়ে জেলা প্রশাসককে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের দেয়া এ প্রকল্পটি সুন্দর ভাবে বাস্ত বায়নের জন্য আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। এতে যাদের ঘরবাড়ি নেই তারা এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। কাজের মান নিয়ে কোন অভিযোগ উঠেনি। নিকলী উপজেলার সমস্ত প্রকল্প আমি পরিদর্শন করেছি। আশ্রয়ন প্রকল্পের আরো কিছু ঘর নির্মান হবে সেগুলো সবাইকে নিয়ে ভালো ভাবে করার জন্য আমরা কাজ করবো।