গোপালগঞ্জে দুস্থদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গীপাড়া উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে চারদিন ধরে দুস্থদের মাঝে ১ হাজার কম্বল ও ১ হাজার ত্রাণ-সামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারের নির্দেশনায় সেনাবাহিনী গোপালগঞ্জে এ কর্মসূচী শুরু করে এবং কোটালীপাড়া ও টুঙ্গীপাড়া উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে তারা এসব কম্বল ও ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। প্যাকেটকৃত ত্রাণ-সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, চিনি, লবন, স্যুপ, হরলিক্স, সাবান, টয়লেট-ক্লিনার, গুড়ো-সাবান, হ্যান্ডওয়াশ ও টুটপেস্ট।