কবিতা পর্ব: অ্যামিনো অ্যাসিড, চিঠি ও কঠিন কিরণ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অ্যামিনো অ্যাসিড

একটা দ্বিধা-দ্বন্দ্বের ভোর ছিল
সূর্য উঠবে কি না তা নিয়ে কছেল্লা
যত রকম ভাসা ভাসা ধারণা, তার সবটাই পূর্ণ
অপেক্ষা করতে করতে খ্যাপা
আর কতদিন গেলে কিরণ দেখবো
ভাবছি রোজ, ভাবছি খেতে খেতে, ঘুমোতে ঘুমোতে
অবশেষে সময় গড়িয়ে ব্যাকটেরিয়া।

****

চিঠি

একটা ক্লাসরুম, এক শান্তির ঘুম
একটা আবদার, এক হাহাকার
একটা চিৎকার, হতাশ বারবার
কখনো আবোল-তাবোল এভাবে ভেবে দেখেছো তুমি?
প্রশ্নটা পত্রের মাধ্যমে করেছি, ঘুমন্ত পত্র
অনল আর বারির মধ্যে যে মিত্র
সে মোহনায় ভালোবাসার ক্ষেত্র!

****

কঠিন কিরণ

তোমার সূর্যের তীব্রতায় বেলা শুরু, দিন শেষ
নিজেকে নিজের অনলে রেখে—আছি বেশ...