ভোলায় বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের মাঝে গরু বিতরণ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলা জেলার সদর উপজেলায় আজ জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১০টি গরুর বাচ্চা (বখনা বাছুর) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী ১০ জন জেলের মাঝে গরু তুলে দেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন, প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সামসুল আলম রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, এ প্রকল্পের মাধ্যমে জেলায় মোট ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। জেলেদের জন্য গরুর বাচ্চা ছাড়াও হাঁস, মুরগি, সেলাই মেশিনসহ চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া জেলায় ৬টি জেলেদের গ্রাম নির্ধারিত করে ২ হাজার জেলেকে জনপ্রতি ৬০ হাজার টাকা মূল্যের বৈধ মাছ ধরার জাল প্রদান করা হবে।