আজ দেশে আসছে আরও ২৩ লাখ ডোজ ফাইজারের টিকা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে আজ।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় টিকা দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগের পরিচালক ডা শামসুল হক।

প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। সাধারণ মানুষও পাচ্ছে ফাইজারের টিকা।

তবে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া বন্ধ করে দেয়া হয়েছে। এখন বুস্টার ডোজ হিসেবে দেওয়া হচ্ছে মডার্না।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৫৯ হাজার ফাইজারের টিকা এসেছে।

উল্লেখ্য, বর্তমানে ফাইজারের ২৯ লাখ ২৬ হাজার ৮৭২ ডোজ টিকা মজুদ আছে। এছাড়া দেশে টিকার কোনো ঘাটতি নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।