ডিজিটাল উদ্ভাবনীর মাধ্যমে সমাজের সব সেক্টরকে বদলে দিয়েছে চতুর্থ শিল্পবিপ্লব

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু

বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব ডিজিটাল উদ্ভাবনীর মাধ্যমে সমাজের সব সেক্টরকে বদলে দিয়েছে। এ পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে। প্রযুক্তির এ অগ্রগতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে সহায়ক হবে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) মানবিক ও সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

আশরাফ আলী খান খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিতপ্রাণ। এরই মধ্যে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের কাজে শেষপর্যায়ে। আরও অনেক মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে, যা বাংলাদেশের উন্নয়ন চিত্রকে বিশ্বের কাছে ঈর্ষণীয় করে তুলছে।

করোনা মোকবিলায় সরকারের সফলতার কথা আলোকপাত করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় এবারও আমরা করোনা মোকাবিলায় সফল হবো। এরই মধ্যে প্রায় ১০ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি বুস্টার ডোজও দেওয়া হচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসানুল এ হাসান ও ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা প্রমুখ।