নরসিংদীর পলাশে আশ্রয়ণ প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়নের বরাব এলাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবু নইম মোহাম্মদ মারুফ খান।

গত সোমবার সকালে পরিদর্শনকালে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক বলেন, সারাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের অসহায়ত্বের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী মুজিববর্ষে তাদের ভূমি ও গৃহপ্রদান কার্যক্রমের মাধ্যমে সব উপকারভোগীর জন্য নিজস্ব ঠিকানা নিশ্চিত করেছেন। তিনি দায়িত্বশীলতার সঙ্গে নিজ বাসগৃহের রক্ষণাবেক্ষণের পাশাপাশি সমন্বিত বা ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য গৃহমালিকদের প্রতি আহ্বান জানান।

এর আগে জেলা প্রশাসক আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্মিতব্য ২১টি গৃহের নির্মাণকাজ, ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী গুণগত মান নিশ্চিত করে  সম্পন্ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পি এ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গাজী।