কিশোরগঞ্জের ভৈরবে সরকারিকরণ করা হয়েছে হাজী আসমত কলেজ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:২২ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভৈরব উপজেলার হাজী আসমত কলেজটি সরকারিকরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে হাজী আসমত কলেজটি সরকারিকরণ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন “হাজী আসমত কলেজ” গত ৩০ ডিসেম্বর-২০২১ইং তারিখ হতে সরকারি করা হলো।

উল্লেখ্য, ১৯৪৭ সালে এই প্রাচীনতম হাজী আসমত কলেজটির প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজটি অনুমোদন দিয়েছিলেন। ৩৯ বিঘা জমির উপর এই কলেজটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে কলেজে ছাত্র-ছাত্রী সংখ্যা ৬ হাজার। এমপিওভূক্ত শিক্ষক রয়েছে ৩০ জন, ননএমপিওভূক্ত শিক্ষক রয়েছে ১৫ জন।

কলেজটি সরকারিকরণ করা হয়েছে এমন সংবাদ নিশ্চিত হওয়ার পর গতকাল বুধবার বিকেলে কলেজ ক্যাম্পাসে মিষ্টি বিতরণ, আতশবাজী ও আলোচনাসভার আয়োজন করা হয়। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। ভৈরবে সর্বস্তরের জনসাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে কলেজটি সরকারিকরণ হওয়ায়।