কবিতা পর্ব: খাপছাড়া

মাহফুজা শীলু

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:১৭ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

একটি পূর্ণ বাক্যের চেয়ে শুধু একটি শব্দও ঢের ভালো কখনো কখনো! 
নিবিড়, প্রেমময় একটি শব্দ হরণ করতে পারে সম্পূর্ণ হৃদয়। 
ভালোবাসি একটিমাত্র শব্দ 
ভালোবাসি শোনার লোভে কখনো যদি `ভালোবাসি না’ 
শুনে ফেলতে হয়, সেই ভয়ে পূর্ণ বাক্য শুনতে চাইনি কখনো। 
থাকুক কিছু এমন অদ্ভুত ইচ্ছে—খাপছাড়া, বোকা বোকা। 
ভালোবেসে কে কবে চালাক থেকেছে? 
কবিতায় প্রেম বেঁচে থাকে অনেক দূর 
অথচ ছুঁয়ে দিলেই প্রেম শেষ 
ছুড়ে দিতে নিমেষ মাত্র! 
ভালোবাসা পায়ে পায়ে ঘুরুক 
ঘুরঘুর করুক বিড়ালের মতো 
ফিরেও তাকাবো না। 
প্রত্যাবর্তনে সুখ নেই প্রতীক্ষাতেই সুখ। 
রমণে সুখ নেই, ভ্রমণেই সুখ! কিছুটা সুখ ভ্রমেও!