বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সুন্দরবনে অবমুক্ত হবে ১০০ কুমির

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সুন্দরবনে ১০০ কুমির অবমুক্ত করা হবে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের সামনের নদীতে এসব কুমির অবমুক্ত করা হবে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। ইতোমধ্যে এ ম্যানগ্রোভ বন থেকে দুই প্রজাতির হরিণ, দুই প্রজাতির গণ্ডার, এক প্রজাতির বন্য মহিষ ও মিঠাপানি প্রজাতির কুমির বিলুপ্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, সবশেষ জরিপে সুন্দরবনে বনে লবণপানি প্রজাতির দেড়শ থেকে দুইশত কুমির রয়েছে বলে জানা গেছে। যা সুন্দরবনের ৪৫০ নদ-নদী ও খালের জন্য পর্যাপ্ত নয়। এ অবস্থায় কুমিরের সংখ্যা বাড়াতে বন মন্ত্রণালয়ের নির্দেশে ১০০ কুমির অবমুক্ত করা হচ্ছে।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমির হুসাইন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দেসহ সুন্দরবন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।