সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৫৩ এএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান বুধবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ফিলিস্তিনের ০৭ জন ক্যাডেট বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত রয়েছেন, যারা আগামী ১২ ডিসেম্বর ২০২১ তারিখ কমিশন লাভ করবেন।