কবিতা পর্ব: প্রিয় অধরা

সিবগাতুর রহমান

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রিয় অধরা

শুনেছি তোমার ওই পাড়াতে বাস।
এই পাড়াতে তোমার জন্য
শুধুই দীর্ঘশ্বাস!
কৈশোরেতে সেই যে গেলে
আর এলে না ফিরে।
দিনে দিনে বাড়ছে দেনা
বার্ধক্যটা ধরছেই বুঝি ঘিরে!
এখন বসে দিন গুনি আর
ভাবি শুধু আর ক’টা দিন বাকি!
দীর্ঘশ্বাসের সঙ্গী হয়ে
আমি কিন্তু এ পাড়াতেই থাকি।

মনে পড়ে, শৈশবেতে তোমার হাতে
বেঁধেছিলাম রাখি?
দুষ্টুমিতে লুটুপুটি, খুনসুটিতে
সারাবেলা, জ্যোৎস্না রাতে চন্দ্রবিলাস,
খেলাধুলায় ছিলাম মাখামাখি।
এখন তোমার পাই না দেখা,
কোথায় যেন হারিয়ে গেলে
জলে ভেজে আঁখি।

বৈশাখী ঝড়ে আম কুড়িয়েছি
শরতের আকাশে ঘুড়ি উড়িয়েছি
তোমাতে-আমাতে ছিল কত ভাব
হিংসা করেছে লোকে।
নির্ভাবনায় নৌকার পাল
উড়িয়ে দিয়েছি ছিল না তো হাল
দিশাহীন হয়ে আমোদে ঘুরেছি তিতাস নদীর বুকে।

সেই দিন তুমি ছিলে মোর সাথে
আজ কেন লুকোচুরি?
কোন অভিমানে আমাকে ছেড়ে
সরে আছো তুমি এতটা দূরে,
ডানা মেলে দিয়ে ওই পাড়াতেই
করছো ওড়াউড়ি?
এই পাড়াতে ধুকে ধুকে মরি হাজার বছর ধরে
অধরা, তুমি আসবে কি মোর কাছে?
নেবে কি আমায় আপন করে?
নাকি অনন্তকাল অধরাই রয়ে যাবে?
ইতি চাতক...