ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘বীর নিবাস’ পাচ্ছেন ১২ বীর মুক্তিযোদ্ধা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রোববার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে অসচ্ছল ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের অধীনে বীর নিবাস তৈরি করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার অসচ্ছল ৪৯ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা মন্ত্রলালয়ে পাঠানো হয়।

পরে যাচাই-বাছাই করে অসচ্ছল (যাদের জমি আছে ঘর নেই) এমন ১২ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস নির্মাণের চূরান্ত অনুমোদন দেয়া হয়। বীর নিবাস পাচ্ছেন যেসব বীর মুক্তিযোদ্ধা তাঁরা হলেন: গফরগাঁওয় উপজেলার রসুলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জহুর উদ্দিন বেপারী, বাড়া গ্রামের মো. আজিম উদ্দিন, মো. নিজাম উদ্দীন, চরমছলন্দ গ্রামের মো. আব্দুল হামিদ, রাঘাইচটি গ্রামের মো. নজরুল ইসলাম, পাঁচুয়া গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম, বাইলনা গ্রামের মো. খালেক মন্ডল, মশাখালী গ্রামের আব্দুল বাতেন শেখ, দরিচাইর বাড়িয়া গ্রামের মো. আব্দুর রহমান, পড়শিপাড়া গ্রামের জয়নাল আবেদীন, লামকাইন গ্রামের আব্দুল জব্বার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, প্রতিটি বীর নিবাস নির্মাণ খরচ ধরা হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার টাকা। প্রকৃতপক্ষে যে সকল মুক্তিযোদ্ধা অসচ্ছল যেসব মুক্তিযোদ্ধাদের মধ্যে সরকার ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন। পর্যায়ক্রমে অসচ্ছল বাকি বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরির বরাদ্দ আসবে।