কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষকদের উৎসাহিত করছে সরকার: এমপি হাবিব

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৫১ এএম, ২৮ নভেম্বর ২০২১ রোববার

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষি খাতে অগ্রাধিকার দেওয়ায় কৃষকরা কৃষি উৎপাদনে উৎসাহিত হয়েছেন। 

গতকাল শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ৩ হাজার ৫৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, সরকার কৃষি খাতে ভর্তুকি দেওয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সিলেট-৩ আসনের এই সংসদ সদস্য সব অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে অধিক উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথের সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান মুহিনী বেগম। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আলী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জামাল উদ্দিন মেম্বার, খছন মিয়া মেম্বার, আব্দুল মছব্বির মেম্বার, হেলাল আহমদ মেম্বার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ্।