শেরপুরের ঝিনাইগাতীতে গজনী অবকাশে জিপলাইন স্থাপনের উদ্বোধন

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৩০ এএম, ২৮ নভেম্বর ২০২১ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

সারি সারি শাল গজারী আর অপরুপ সৌন্দর্যের লীলা ভুমি শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশকে ভ্রমণ পিপাসুদের কাছে দৃষ্টি নন্দন করে গড়ে তুলতে নির্মিত হচ্ছে নানান রকম স্থাপনা। এরই ধারাবাহিকতায় শেরপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের দিগনির্দেশনায় ক্যাবলকার স্থাপনের পর এবার স্থাপন করা হলো জিপলাইন। জিপলাইন স্থাপন করা হলো গজনী অবকাশ কেন্দ্রের ১নম্বর লেকে। এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি)জয়ানাল আবেদীন ট্রায়ালরানে উঠেন এবং উপস্থিত জনগণকে উৎসাহিত করেন।

জিপলাইন সর্ম্পকে  ইউএনও ফারুক আল মাসুদ জানান, ইহার দ্বারা একজন ভ্রমণ পিপাসু লেকের একপাশ থেকে অপর পাশে যেতে সময় লাগবে মাত্র ১৬ সেকেন্ড। ইহার কাজ পুরোপুরি কাজ শেষ হওয়ার পর সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, তবে নিরাপত্তার স্বার্থে নজরদারি থাকবে।