উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন করবে তরুণরা: জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তৃণমূল পর্যায় বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় মানুষের অর্থনৈতিক কার্যক্রমের পরিধি এবং মানুষের আয় বাড়ছে। জাতিসংঘে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ক্যাটেগরি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

তিনি বলেন, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে রূপকল্প দেয়া হয়েছে তা বাস্তবায়ন করবে আজকের তরুণরা। উন্নত বিশ্বের সাথে সমন্বয় করে নতুন প্রজন্মকে মানসিকভাবে এখন থেকেই প্রস্তুত করতে হবে।

প্রতিমন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত আইইউবি অডিটোরিয়োমে আইইউবি’র মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য গবেষণা ও সৃজনশীল কাজে যে প্রণোদনা দেয়া হচ্ছে তা চলমান থাকবে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল হতে গবেষণার জন্য প্রকল্পভিত্তিক অর্থায়ন করা হয়েছে। তিনি বলেন, কর্মক্ষেত্রের পরিবেশ ও কাজের সাথে পরিচিত করে দেয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ দিচ্ছে।