শহীদ ডা. মিলন দিবসে নানা কর্মসূচি আওয়ামী লীগের

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে শহীদ হন ডা. শামসুল আলম খান। তার এ আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরশাসকের।

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ আওয়ামী লীগ দেশবাসীর সঙ্গে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নানা কর্মসূচি নিয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দলটির পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মিলন দিবসের কর্মসূচি পালনের জন্য সংগঠনের সব স্তরের নেতা-কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।