দ্রুত আরো ২০ হাজার ডাক্তার ও ৮ হাজার নার্স দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, দেশের হাসপাতালগুলোতে আর ডাক্তার নার্সের সংকট থাকবে না। খুব দ্রুত আরো ২০ হাজার ডাক্তার এবং ৮ হাজার নার্স দিচ্ছে সরকার। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলোতে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সুনাম রয়েছে।

গতকাল শুক্রবার বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১০তলা ভবন বিশিষ্ট আউটডোর, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা এবং কক্লিয়ার ইমপ্ল্যান্ট বিভাগের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রতিবেশীদের চাহিদা মেটাতে দেশে আরো চিকিৎসক ও নার্স তৈরির দিকে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, চিকিৎসা সেবায় সিলেটকে একটি হাব হিসেবে তৈরি করতে চায় সরকার। যেন এ অঞ্চলের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী দেশের মানুষ এখানে উন্নত চিকিৎসা পায়। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।