কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ৭৩৫ পিস ইয়াবাসহ মো. মাসুম মিয়া (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে ভৈরবের কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. মাসুম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামোড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মো. মাসুম মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভৈরবের কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মাসুম মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।