ভারতে পাকিস্তানের জয় উদযাপন, লজ্জাজনক বললেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের উদযাপন হচ্ছে ভারতে, পোড়ানো হচ্ছে আতশবাজি। ভিডিও টুইট করে এই দাবি করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ।

এদিকে, এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তার কথায়, 'এটা লজ্জাজনক।' ভারতের বিভিন্ন প্রান্তে আতশবাজি করে পাকিস্তানের জয় উদযাপিত হয়েছে বলে দাবি করেছেন গম্ভীরের সাবেক সতীর্থ বীরেন্দ্র শেবাগও। 

গম্ভীর টুইট করে বলেন, ‘যারা পাকিস্তানের জয়ে বাজি ফাটাচ্ছে তারা কেউ ভারতীয় নয়। ছেলেদের (টিম ইন্ডিয়া) পাশে আছি আমরা।’

এদিকে, টুইটারে বীরেন্দ্র শেবাগ লিখেছেন, ’দীপাবলিতে আতশবাজি ফাটে। কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের জয়ের উদযাপনে বাজি পোড়ানো হয়েছে। আচ্ছা ওরা ক্রিকেটের জয় উদযাপন করছিল। তাহলে দীপাবলিতে আতশবাজি পোড়ালে কি ক্ষতি? দ্বিচারিতা কেন, সব জ্ঞান দীপাবলিতেই মনে পড়ে।‘

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাক-ভারত ম্যাচ নিয়ে টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার হরভজন সিং বলেছিলেন পাকিস্তানের কোনো সুযোগই নাই। তারা ইচ্ছা করলে ভারতকে ম্যাচটি ছেড়ে দিতে পারে। তবে ভারতের হারের পর ফেসবুকে হরভজন সিংহকে খুঁজছিলেন শোয়েব আখতার। নিজের দল জেতার কারণে শোয়েব হালকা খোঁচাও দিয়েছিলেন হরভজনকে। বলেছিলেন, ‘হরভজন তুমি কোথায়?’

তবে হরভজন অবশ্য আর বিতর্কে জড়ানোকে স্রেয় মনে করলেন না। উল্টো শোয়েব আখতারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সাবেক ভারতীয় স্পিনার শোয়েব আখতারের টুইটে রিটুইট করে বলেছেন, ‘তোমাদের অভিনন্দন। সত্যিই তোমরা দুর্দান্ত খেলেছ।’   

গত রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিরাট কোহলিদের ১০ উইকেটে পর্যুদস্ত করেছে বাবরবাহিনী। সেই সঙ্গে বিশ্বকাপে এই প্রথম ভারতকে হারাল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেট হারিয়ে তোলে ১৫১। ১৩ বল বাকি থাকতেই বিনা উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যান দুই পাক ওপেনার - বাবর আজম ও মোহম্মদ রিজওয়ান।