কিশোরগঞ্জে পৌরসভার উদ্যোগে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ পৌরসভায় উদযাপন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। এ উপলক্ষে গতকাল সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শিশুদের নিয়ে কেক কাটেন পৌর মেয়র মাহমুদ পারভেজ।

কিশোরগঞ্জ পৌরসভার নগর মাতৃসদন প্রাঙ্গণে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ছাড়াও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পৌর মেয়র মাহমুদ পারভেজ এর নেতৃত্বে কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তাগণ শেখ রাসেলের জন্মদিনের এ আয়োজনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।