টি-২০ বিশ্বকাপে এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:১৬ এএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। একই ওভারে ২ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি।

৮৪ ম্যাচে ১০৭টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে সাকিবের শিকার ছিল ৮৮ ম্যাচে ১০৬টি।

নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রিচি বেরিংটনকে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে মালিঙ্গার পাশে বসেন সাকিব। আর সর্বোচ্চ উইকেট শিকারীর সিংহাসনে বসতে তিনি সময় নেন মাত্র ২ বল।

একই ওভারের চতুর্থ বলে লিটন দাসের তালুবন্দী হন মাইকেল লিস্ক। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের নাম লেখান সাকিব।