সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে তারেক: মোজাম্মেল হক

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:২২ এএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক এমপি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক এমপি

'খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া এতিমের টাকা আত্মসাত করেছে। এতিমের সম্পদও তাদের কাছে নিরাপদ না। তাদের কাছে জনগন ও রাষ্ট্রের সম্পদ কি নিরাপদ?'- দিনাজপুরের বিরলে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন প্রশ্ন ছুড়ে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক এমপি। 

এসময় তিনি আরো বলেন, পলাতক তারেক জিয়া লন্ডনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে।

উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন কালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আলোচনা সভার আগে ফলক উন্মোচন ও ফিতা কেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।