সৌদির বিমানবন্দরে ড্রোন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এর আগে ৮ অক্টোবর সৌদির জাজান শহরের বিমানবন্দরে ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে তিন বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন, নৈতিক মূল্যবোধ বিবর্জিত ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সৌদি আরবের ওপর হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, এ ধরনের হামলা চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে সৌদি আরব ও তার ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের নিন্দা জানায় ঢাকা।

এছাড়া রিয়াদে অবস্থিত বাংলাদেশি দূতাবাসকে আহত বাংলাদেশি নাগরিকদের দেখাশোনা ও প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়।