নিজের তথ্য নিজেই বিক্রি করে আয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

অনেক প্রতিষ্ঠানই ব্যবহারকারীর অজান্তেই তথ্য বেছে দেয়। তাই অনেকের মনে প্রশ্ন, ‘নিজের তথ্য নিজেই বিক্রি করলে কত টাকা পাবো?’ এবার সরাসরি গ্রাহকদের তথ্য বিক্রির সুযোগ করে দিচ্ছে ‘বিটস অ্যাবাউট মি’ নামের একটি কোম্পানি।

‘বিটস অ্যাবাউট মি’র সহ-প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান কুনৎস বলেন, আমাদের কাছে এসে সব করণীয় কাজ করলে বর্তমানে প্রায় ১০০ ইউরো আয় করা যায়।

প্রতিষ্ঠানটির পোর্টালের সঙ্গে সবার আগে নিজের তথ্য যুক্ত করতে হবে। ইন্টারনেট কোম্পানিগুলো সেই তথ্য সংগ্রহ করে থাকে। যেমন কোনো ব্যক্তি কোথায় কেনাকেটা করেছে। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী কোম্পানিগুলো সেই তথ্য ব্যবহারকারীদের নাগালে রাখতে বাধ্য।

জার্মানিতে ‘বিটস অ্যাবাউট মি’ প্রতিষ্ঠানটির কাছে ১০ হাজার ব্যবহারকারীও নেই। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, কোনো কোম্পানি কেন তাদের কাছ থেকে তথ্য কিনবে? কুনৎসবলেন, ‘‘ব্যবহারকারী হিসেবে গুগলের তুলনায় আমার হাতে অনেক বেশি তথ্য রয়েছে। কারণ গুগল, ফেসবুক, ব্যাংকিং, নেটফ্লিক্স, স্পটিফাই, লয়েলটি কার্ডসহ যাবতীয় তথ্য তো ব্যবহারকারীর হাতেই রয়েছে! কোনো একটি প্ল্যাটফর্ম এত তথ্য দিতে পারে না। পরিমাণ ও মানের নিরিখে তার মূল্য অনেক বেশি।

‘বিটস অ্যাবাউট মি’ সম্প্রতি বাড়তি পরিষেবার মাধ্যমে আরও গ্রাহক আকর্ষণের চেষ্টা চালাচ্ছে। যেমন নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট হিসেব করা যায়। অনেকের জীবনযাত্রা অনুকরণ করলে প্রায় দেড়খানা পৃথিবীর প্রয়োজন হবে বলে দাবি করা হচ্ছে।