বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পয়েন্ট হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হোঁচট খেলো আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের দেশ প্যারাগুয়ে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে। লিওনেল মেসি, আনহেল ডি মারিয়াদের আক্রমণ রুখে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে তারা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যারাগুয়ের মাঠ এস্তাদিও ডেফেন্সোরে এল চাকোতে ম্যাচটি ড্র হয়। বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে চতুর্থবার পয়েন্ট হারালো কোচ লিওনেল স্কোলানির দল।

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষে রক্ষণে আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। বিপরীতে পাল্টা আক্রমণ বাড়ায় স্বাগতিকরা। চতুর্থ মিনিটে প্যারাগুয়ের সান্তিয়াগো আর্সামেন্দিয়ার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। খানিক পরই আর্জেন্টিনার নিশ্চিত দুটি গোলের সুযোগ নষ্ট করে দেয় প্যারাগুয়ের আন্তোনি সিলভা।

২৬তম মেসির ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের বাকি সময়েও বল দখলে আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। আক্রমণে তেমন ধার না থাকায় বিরতির আগে গোলশূন্য ড্রয়ে থাকতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে একই রকম আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারাচ্ছিল তারা। পাল্টা-আক্রমণে ৫৪তম মিনিটে ম্যাচে দ্বিতীয়বার লক্ষ্যে শট নেয় স্বাগতিকরা। মিগেল আলমিরোনের দুরূহ কোণ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন মার্টিনেস। খানিক পরই দি মারিয়ার শট ক্রসবার ঘেঁষে ভিতরে ঢুকতে যাচ্ছিল। শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে ঠোকান গোলরক্ষক।

পুরো ম্যাচে দুই দলই এমন বেশ কয়েকটি আক্রমণ পাল্টা আক্রমণ করলেও তাতে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি। ড্র নিয়েই সন্তোষ্ট থাকতে হচ্ছে তাদের। এ নিয়ে ৯ ম্যাচে ৫ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে প্যারাগুয়ে।