চট্টগ্রামের ফটিকছড়িতে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২ অক্টোবর ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে এনএসআইয়ের ডেপুটি মেজর পরিচয়ে প্রতারণার সময় অমল কান্তি দাশ বণিক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অমল কান্তি কুমিল্লার ঠাকুরপাড়া এলাকার নরেন্দ্র চন্দ্রদাশ বণিকের ছেলে।

জানা গেছে, বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে গিয়ে নিজেকে এসএসআইয়ের ডেপুটি মেজর ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নমিতা হালদারের বিশেষ কর্মকর্তা পরিচয়ে দিয়ে সেখানে রাত কাটাতে চান অমল কান্তি। একইভাবে শুক্রবার সকালেও ইউনিয়ন পরিষদে গিয়ে ঘোরাফেরা করছিলেন। পরে তাকে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ভূজপুর থানার ওসি আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। নিজেকে এনএসআইয়ের ডেপুটি মেজর পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন তিনি। এ ঘটনায় মামলা করেছেন ইউপি চেয়ারম্যান রুস্তম আলী।