ক্রিকেটে আর ব্যবহার করা হবে না ‘ব্যাটসম্যান’ শব্দ

স্পোর্টস ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রিকেটে বহুল প্রচলিত ‘ব্যাটসম্যান’ শব্দটি এখন থেকে আর ব্যবহার করা হচ্ছে না। এটির বদলে ‘ব্যাটার’ শব্দটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে ক্লাবটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

২০১৭ সালে মেয়েদের ক্রিকেটেও ‘ব্যাটসম্যান’ এবং বহুবচনের ক্ষেত্রে ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এখন থেকে ছেলে ও মেয়ে, উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হবে ‘ব্যাটার’ শব্দটি। এরই মধ্যে নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে এর ব্যবহার শুরু করেছে আইসিসি।

বিবৃতিতে এমসিসি জানায়, খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে।

এমসিসির ক্রিকেট ও অপারেশন্স বিষয়ক সহকারী সচিব জেমি কক্স বলেন, এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ। ‘ব্যাটার’ শব্দটির ব্যবহার আমাদের ক্রিকেট পরিভাষায় একটি সহজাত বিবর্তন এবং খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।