ভৈরবে বিধিনিষেধ অমান্য করায় ১০ ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভৈরবে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মূল্য তালিকা না থাকায় ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মূল্য তালিকা না থাকায় ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

এছাড়া তিনি সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার জন্য অনুরোধ জানান। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।