মসিক মেয়রের নির্দেশনায় চলছে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় চলছে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি। শুরু হয়েছে ২য় জোনে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম।

ওয়ার্ড কাউন্সিলরগণ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণের উপস্থিতিতে শুক্রবার ৩১ জুলাই ৩, ৫, ৭, ৮, ৯, ১০, ১৬, ১৭, ১৮,৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণের সাথে এ কার্যক্রম পরিদর্শন করেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদারসহ সিটি কর্পোরেশনের কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।