১ আগস্ট থেকে চালু হতে যাচ্ছে রফতানিমুখী শিল্প-কারখানা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কঠোর লকডাউনের মধ্যেই আগামী ১ আগস্ট থেকে চালু হতে যাচ্ছে দেশের সব রফতানিমুখী শিল্প-কারখানা। ঈদে বাড়ি যাওয়া শ্রমিক ছাড়াই ঢাকায় থাকা শ্রমিকদের দিয়েই চালু হবে পোশাক কারখানা।

গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, ২৬ জুলাইয়ের পর থেকে অধিকাংশ শ্রমিক গ্রাম থেকে ফিরেছেন। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর এলাকায় শ্রমিকরা এখন কারখানার আশপাশে বসবাস করছেন। আশপাশে বসবাসকারী শ্রমিকদের দিয়েই ১ আগস্ট রফতানিমুখী শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রম চালু করা হবে।

তিনি আরো জানান, এছাড়া শ্রমিকদের একটা বড় অংশ কারখানার আশপাশেই থেকে গেছে। তবে ঈদে যারা বাড়ি গেছে, তারা বিধিনিষেধ শেষ হলে পর্যায়ক্রমে যোগ দেবেন। যেসব শ্রমিক ১ আগস্ট কাজে যোগ দিতে পারবেন না তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে না।