টি-টোয়েন্টি সিরিজে তরুণদের নিয়ে দল ঘোষণা জিম্বাবুয়ের

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:০৭ এএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহীত

ছবি: সংগ্রহীত

এক ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হেরেছে জিম্বাবুয়ে। কাল শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। হারারেতেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজের জন্য তরুণ দল নিয়ে নামছে জিম্বাবুয়ে।

বিবৃতিতে আজ জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়েছে, টেস্ট ও ওয়ানডে সিরিজের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বিশ্রাম দেওয়া হচ্ছে। সামনে জিম্বাবুয়ে যাবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে, ১ আগস্ট থেকে শুরু হবে সে দুই সফর। ওই দুই সিরিজের জন্য টেলরকে বিশ্রামে রেখেছে জিম্বাবুয়ে।
টেলরের বদলে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন সিকান্দার রাজা। দলে নতুন মুখ একটিই—তারিসাই মুসাকান্দা।

প্রাথমিক সূচিতে সিরিজের তিনটি ম্যাচ এক দিন করে বিরতি দিয়ে হওয়ার কথা থাকলেও পরে সেটি এগিয়ে আনা হয়েছে। তিনটি ম্যাচ হবে পরপর তিন দিনে—২২, ২৩ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই হারারেতে, তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে।

টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে দল:
রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েলসি মাধেভেরে, তিদাওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবা, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।