সিনোফার্মের টিকা বাঁচাবে মানুষের প্রাণ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

দেশে চীনের তৈরি সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনা টিকা গত শনিবার (১৭ জুলাই) রাতে বাংলাদেশে পৌঁছায়। এর আরে শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকা আসার কথা নিশ্চিত করা হয়েছিলো।

শনিবার রাত ১১টায় ১০ লাখ ডোজ এবং রাত ৩টায় ১০ লাখ ডোজ মোট ২০ লাখ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন।

সরকারের ক্রয় চুক্তি মোতাবেক দ্বিতীয় চালানে সিনোফার্মের ২০ লাখ টিকা এসেছে। এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। চীনের সিনোফার্ম থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসবে এসব টিকা।

কেনা টিকার বাইরে চীন উপহার হিসেবে দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়েছে।
 এছাড়াও প্রায় ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তিও চূড়ান্তের দিকে। ধীরে ধীরে পুরো দেশকে টিকার আওতায় আনতে এ প্রকল্প হাতে নিয়েছে সরকার।