সবাইকে বিধি-নিষেধ মেনে চলার অনুরোধ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৩১ পিএম, ২১ জুলাই ২০২১ বুধবার

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সবাইকে সরকারের দেওয়া সকল বিধি-নিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানাই।

বুধবার সকাল সাড়ে ৮টায় নেত্রকোনার মোক্তারপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু সবার সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি সব মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও আহ্বান জানান। 

তিনি বলেন, আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।