নেতানিয়াহুর অবসান, নতুন প্রধানমন্ত্রীর মন জয়ে ব্যস্ত বিএনপি

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ ১২ বছর শাসন করার পর ক্ষমতা হারালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির নবগঠিত জোট সরকার সংসদের অনুমোদন পাওয়ায় তার বিদায় ঘটল।

ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট তার স্থলাভিষিক্ত হয়েছেন।

এদিকে ইসরায়েলের নতুন সরকার গঠন নিয়ে বাংলাদেশে নতুন হিসাব কষছে বিএনপি। তাদের মতে সর্বোচ্চ ক্ষমতাধর ইসরায়েলের সঙ্গে আপোষ করলে পরবর্তীতে বাংলাদেশের সরকার পতনের ছক আঁকা সহজ হবে। এরই মধ্যে সে কৌশলে বিএনপি নেতারা সমানতালে শামিল হয়েছে। জোট ও দলের শীর্ষ নেতারা ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের গুণগান শুরু করেছে। যা তাদের সমন্বিত কৌশল বলেই বিবেচিত হচ্ছে।

নাফতালি সরকারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইসরায়েলে এতো দিন কট্টরপন্থী ইহুদি সরকার ছিলো। কিন্তু বর্তমান জোটে মুসলিম নেতাও রয়েছে। তাই আমরা তাদের সমর্থন দিতে চাই। এতে আমাদের কোনো স্বার্থ নেই, শুধু ফিলিস্তিনের মুসলিমদের কথা বিবেচনায় আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়া খসরু বলেছেন, মুখে মুখে নয়, নাফতালি সরকারের উদ্দেশে বিএনপির অভিনন্দন বার্তা লিখিত আকারে দেয়া হবে। আমরা চাই, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইসরায়েলের নতুন সরকার যাতে বিএনপির স্বার্থকে গুরুত্ব দেয়।

তবে বিএনপির এমন ইসরায়েল প্রীতিকে সহজভাবে নিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তার বলছেন, যদিও বিএনপি একজন মুসলিম নেতার উদাহরণ দিয়ে ইসরায়েলকে সমর্থন করার কথা বলছে। তবে আক্ষরিক অর্থে শুধুমাত্র ক্ষমতায় আসার জন্যই বিএনপি ইসরায়েলের সমর্থন করছে। কারণ বর্তমান ইসরায়েলের রাজনীতিতে স্বয়ং ফিলিস্তিনের মুসলিমরাই ইসরায়েলের সেই মুসলিম নেতাকে সমর্থন করছে না। ফলে বিএনপির ইসরায়েলকে সমর্থন দেবার মূল কারণ এখন জনসম্মুখে স্পষ্ট। ক্ষমতায় আসার জন্য মানুষ কতোটা নিচে নামতে পারে, তার জ্বলন্ত উদাহরণ বিএনপি।